লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট সদর-৩ আসনে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট মো. আবু তাহের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মো. শাহ আলমসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় এডভোকেট মো. আবু তাহের বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
মন্তব্য করুন