দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর সদর-৩ আসনে ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে এনসিপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জোট প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ সকাল সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ এনসিপির জেলা পার্টি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাইনুল আলম।
সভায় জাতীয় যুবশক্তি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন, যুবশক্তির জেলা আহ্বায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ, সদর উপজেলা যুবশক্তির আহ্বায়ক ফারুক হোসেনের নেতৃত্বে উপজেলা নেতৃবৃন্দ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক হযরত আলী অনিকের নেতৃত্বে ছাত্রনেতারা এবং জাতীয় শ্রমিকশক্তি দিনাজপুর জেলার যুগ্ম সমন্বয়কারী রকন আহমেদ রাতিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে আরিফ মুন বলেন, দিনাজপুর-৩ আসনে জোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে কাজ করবো। তিনি নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সমন্বিতভাবে প্রচার-প্রচারণা জোরদারের আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে জোট প্রার্থীর পক্ষে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।
মন্তব্য করুন