স্পোর্টস ডেস্ক 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বিকালে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটার এবং বিসিবির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
নিরাপত্তা ইস্যুর কথা বলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতের ক্রিকেট বোর্ড। এরপর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল টাইগার ক্রিকেট বোর্ড।
এরপর কয়েক দফায় আইসিসির সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে নেওয়া হবে কি না এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গতকাল পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে বোর্ড মিটিং করেছে আইসিসি।
আইসিসির সেই বৈঠকে বেশিরভাগ সদস্য বাংলাদেশের বিপক্ষে ভোট দেওয়ায় টাইইগারদের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যায়নি। ফলে ভারতে গিয়েই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে বলে সাফ জানিয়ে দেয় আইসিসি।
আইসিসির এমন সিদ্ধান্তের পর একদিন সময় চেয়ে নিয়েছিলেন বিসিবি সভাপতি। সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবি এবং ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না।
মন্তব্য করুন