নীলফামারী প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন নীলফামারীতে চার প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। জেলা নির্বাচন অফিসার বিষয়টি নিশ্চিৎ করেছেন। ওই চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন ২৭ জন।
প্রত্যাহারহারীরা হলেন, নীলফামারী-১ ( ডোমার- ডিমলা) আসনে মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও মো. সাদ্দাম হোসেন (খেলাফত মজলিশ), নীলফামারী-৪ ( সৈয়দপুর- কিশোরগঞ্জ) নূর মোহাম্মদ ( এলডিপি) ও জাতীয় পার্টির মোঃ জয়নাল আবেদীন (রাজনৈতিক দল হতে মনোনয়ন প্রত্যাহার)।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, নীলফামারী-১ আসনে আট জন। তারা হলেন, বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, জামায়াতের আব্দুস সাত্তার, জাতীয় পাটির তছলিম উদ্দিন, ন্যাপের জেবেল রহমান গণি, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল, জেপির মখদুম আজম মাশরাফী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মাকর্সবাদী) রফিকুল ইসলাম, বিএনএফের সিরাজুল ইসলাম।
নীলফামারী-২ আসনে ছয় জন। এর মধ্যে বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতের মো. আলফারুক আব্দুল লতিফ, খেলাফত মজলিশের মো. সারোয়ারুল আলম, ইসলামী আন্দোলের মো. হাসিবুল ইসলাম, স্বতন্ত্র মো. মিনহাজুল ইসলাম, বিএনএফের মো. সিরাজুল ইসলাম।
নীলফামারী-৩ আসনে চার জন। এর মধ্যে বিএনপির সৈয়দ আলী, জামায়াতের মো. ওবায়দুল্লাহ সালাফী, জাতীয় পাটির রোহান চৌধুরী ও ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন (সরকার)।
নীলফামারী-৪ আসনে ১০ জন। এর মধ্যে বিএনপির মো. আব্দুল গফুল সরকার, জামায়াতের মো. আব্দুল মুনতাকিম, জাতীয় পাটির সিদ্দিকুল আলম, ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মো. মাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পাটির মির্জা মো. শওকত আকবর রওশন, স্বতন্ত্র চার প্রার্থী হলেন রিয়াদ আরফান সরকার, এস,এম, মামুনুর রশিদ ও জোয়াদুর রহমান হীরা।
মন্তব্য করুন