ঠাকুরগাঁও প্রতিনিধি 

“সু- শিক্ষার অধিকার, ছেলে-মেয়ে সবার” এই স্লোগানকে সামনে রেখে নারী, শিশু, যুবক ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান সম্প্রদায়ের যুবাদের নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা খায়রুল ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের এডুকেশন স্পেশালিষ্ট মার্গারেট মালাকার, প্রকল্প কর্মকর্তা রিমো রনি হালদার, প্রকল্প ব্যবস্থাপক ভুজেন্দ্রনাথ সিংহসহ অনেকে। শিক্ষা সামিটে নারী, শিশুসহ প্রায় শতাধিক যুবা অংশ নেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন