আরসিটিভি ডেস্ক 

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়িবহর। ভারতের মুম্বাইয়ের জুহুতে ফেরার সময় দ্রুতগতির অটোরিকশা তাদের কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার রাত সাড়ে নয়টার দিকে অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না মুম্বাই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে জুহুর কাছে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাদের কনভয়ের সামনের একটি বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়; ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় তারকা দম্পতি পেছনের গাড়িতে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অটোচালক এবং সেই গাড়িতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি জব্দ করেছে। অক্ষয় ও টুইঙ্কেলকে পরে নিরাপদেই বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পুলিশের ধারণা, অটোটি অতিরিক্ত গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাইয়ের রাস্তায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল, তবে এবার খোদ বড় তারকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় ট্রাফিক পুলিশ বিষয়টি নিয়ে বাড়তি নজরদারি শুরু করেছে।
মন্তব্য করুন