আরসিটিভি ডেস্ক 

সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এম. মজিবর রহমান (৫৫) ও বকুল রবিদাস (২৬) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘঠে।
নিহত মজিবর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা ও বকুল রবিদাস সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির কাপনখালপার গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার রবি মিয়ার ছেলে মুশাহিদ (৩৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলামিন (৩৪), নরসিংদীর বেলাব থানার ফারুক (৩৮), একই এলাকার মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরও ৮ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর মাদ্রাসার সামনে সিলেটগামী শ্যামলী পরিবহণের (ঢাকা মেট্রো- ব- ২৪ -৪২৮৬) ঢাকাগামী এনা পরিবহণের বাসের (ঢাকা মেট্রো-ব-১২-৩৫৬০) মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় উভয় বাসের আরও অন্তত ১২ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাজপুর ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভুইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন