আরসিটিভি ডেস্ক 

আজারবাইজান ও জর্জিয়ার সীমান্তের কাছে তুর্কি সামরিক মালবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিমানে অন্তত ২০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় এখনো হতাহতদের সংখ্যা নিশ্চিত করেনি।
সি-১৩০ বিমানটি মার্কিন তৈরি একটি পরিবহন বিমান, যা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিমান বাহিনী ব্যবহার করে থাকে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’ দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে ফ্লাইট ক্রুসহ সামরিক কর্মকর্তারাও ছিলেন।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন তৈরি সি-১৩০ মডেলের এই কার্গো বিমানটি আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, জরুরি উদ্ধারকর্মীরা উপস্থিত আছেন এবং ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছেন।
বিবিসি তুর্কের প্রতিবেদন অনুযায়ী, জর্জিয়ার বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি কোনো বিপদ সংকেত পাঠানোর আগেই রাডার থেকে হারিয়ে যায়। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিগনাঘি শহরের কাছে আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক শোকবার্তায় বলেন, ‘সামরিক সদস্যদের প্রাণহানির এই দুঃখজনক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ তিনি প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের জনগণের প্রতি সমবেদনা জানান।
যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক ‘এক্স’-এ পোস্ট করে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহতদের পরিবার, তুর্কি সশস্ত্র বাহিনী এবং তুরস্কের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’
মন্তব্য করুন