লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ‘CHOCO+’ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় একজন নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বনচুকি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ শামীম রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরে লুকানো অবস্থায় প্লাস্টিকের বস্তা থেকে ৩৫৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ‘CHOCO+’ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন —মোঃ রাজিব (২৭),মোঃ শামীম রহমান (৪২) ও মোছাঃ বিলকিস বেগম (৪০), তিনজনই বনচুকি গ্রামের বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদেরকে জব্দকৃত মাদকসহ হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
মন্তব্য করুন