দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ীতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন চলমান সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের অংশ হিসেবে এবার মিলেছে রাজাদের ব্যবহৃত এক বিশাল প্রাচীন লোহার কড়াই।
জানা গেছে, বুধবার বিকেলে রাজবাড়ীর দরবার হলের পার্শ্বে পুরাতন ভবনের মাটির নিচে উদ্ধার হয় ওই কড়াইটি। একটির ওপর আরেকটি বসানো অবস্থায় পাওয়া যায় দুটি কড়াই, যার ওজন আনুমানিক চার মন। কড়াইটি উদ্ধারের পর থেকেই স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ভিড় করছেন সেটি দেখতে।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিনাজপুর রাজবাড়ীর গোড়াপত্তন হয় পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে। পরে ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে তৎকালীন মহারাজা জগদীশ নাথ প্রাসাদ ও সম্পদ ত্যাগ করে স্বপরিবারে ভারতে চলে যান। এরপর থেকে রাজবাড়ীটি অরক্ষিত হয়ে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় বহু মূল্যবান ঐতিহ্যবাহী নিদর্শন।
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া কড়াইটি মহারাজাদের আমলের। তাদের মতে সঠিকভাবে অনুসন্ধান চালানো হলে রাজা-মহারাজাদের সময়কার আরও মূল্যবান নিদর্শন মিলতে পারে রাজবাড়ীর বিভিন্ন স্থানে। পাশাপাশি পর্যটন আকর্ষণ বাড়াতে রাজবাড়ীকে সংরক্ষণ ও প্রদর্শনীর আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন বলেন,রাজবাড়ীতে সংস্কার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার কার্যক্রম চলছে। ইতোমধ্যে রাজাদের ব্যবহৃত কয়েকটি জিনিসপত্র পাওয়া গেছে। সরকারী বরাদ্দ ও পৃষ্ঠপোষকতা পেলে রাজবাড়ীকে পূর্বের ঐতিহ্যমণ্ডিত রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে।
প্রায় ১৬ দশমিক ৪১ একর আয়তনের দিনাজপুর রাজবাড়ীতে রয়েছে আয়না মহল, রানী মহল, ঠাকুরবাড়ী মহল, কুমার হাউস, দরবার হল, কয়েকটি মন্দির, পরিখা ও বাগান যেগুলো আজও ধারণ করছে রাজকীয় ঐতিহ্যের ইতিহাস।
মন্তব্য করুন