বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে এ পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা প্রকাশিত সূচি অনুযায়ী, ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র, ৯ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর গণিত প্রথম পত্র, ১৩ নভেম্বর পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং ১৬ নভেম্বর রসায়ন প্রথম পত্র পরীক্ষা হবে। এ ছাড়া ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম পত্র এবং ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা, হাদিস শরীফ ও ফিকহ, কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা।
ভোকেশনাল ট্রেড বিষয়ের পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর (রোববার) এবং চলবে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এসময় বিভিন্ন ট্রেড যেমন– কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বিল্ডিং মেইনটেন্যান্স, ফুড প্রসেসিং, সিভিল কনস্ট্রাকশন, মেকানিক্যাল ড্রাফটিং, ড্রেস মেকিং, ফার্ম মেশিনারি, ফিশ কালচার, পোল্ট্রি রিয়ারিং, আইটি সাপোর্ট ও আইওটি বেসিকসসহ নানা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৩০ নভেম্বর, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বাস্তব প্রশিক্ষণ চলবে ৮ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। অনলাইনে ব্যবহারিক নম্বর পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জানুয়ারি ২০২৬।
বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও নম্বর অনুযায়ী পরীক্ষা নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন