কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রামখানা বিওপি’র আওতাধীন পশ্চিম দিঘীরপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এসময় ২টি মোটরসাইকেল নিয়ে আসা চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেল দু’টি তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত মোটরসাইকেলের বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা এবং ফেন্সিডিলের মূল্য প্রায় ৪০ হাজার টাকা। সর্বমোট বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন