লালমনিরহাটে চলন্ত মোটরসাইকেলে নারীদের ভ্যানিটি ব্যাগ, গলার চেইন, কানের দুলসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃত ছিনতাইকারীর নাম মো: মাসুদ রানা (২৮)। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার চড়িতাবাড়ী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো: আব্দুল খালেক এবং মাতা মোছা: মাহফুজা বেগম।
ডিবি পুলিশ জানায়, আটককৃত মাসুদ দীর্ঘদিন ধরে মোটরসাইকেলযোগে চলন্ত অবস্থায় ছিনতাই করে আসছিল। বিশেষ করে নারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও ব্যাগ ছিনিয়ে নিয়ে মুহূর্তেই উধাও হয়ে যেত।
লালমনিরহাট জেলার মধ্যে যাদের এ ধরনের মালামাল ছিনতাই হয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে পুলিশের সাথে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিবি পুলিশ।
মন্তব্য করুন