ঝুম বৃষ্টির ফোঁটার মতো নীরব আবেগ নিয়ে এলো পারশা মাহজাবীন পূর্ণির নতুন শর্ট ফিল্ম ‘একগুচ্ছ কদম’। বৈষম্যবিরোধী আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান দিয়ে যে শিল্পী জাতির হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তিনি এবার নির্বাক অভিনয়ের মাধ্যমে বলেছেন আরেকটি মর্মস্পর্শী গল্প।
জাহিদ প্রীতমের পরিচালনায় ৫ মিনিট ১৫ সেকেন্ডের এই মিনি মুভিতে পারশার বিপরীতে দেখা মিলেছে প্রান্ত আবিদের। রাসেল মাহমুদের গল্পে বৃষ্টিভেজা এক বিকেলে মোবাইল বার্তা আর কদম ফুলের গন্ধে জড়িয়ে আছে দুই তরুণ-তরুণীর নীরব ভালোবাসার ইতিহাস। কোনো সংলাপ নেই, তবু প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে অকথিত অনুভূতির ঝংকার।
ইউটিউবে মুক্তির মাত্র ৭২ ঘণ্টায় ছবিটি পেয়েছে ১৩ লাখের বেশি ভিউ। দর্শকদের মন্তব্যে ফুটে উঠেছে অভিনব এই শিল্প প্রয়াসের প্রতি গভীর শ্রদ্ধা। একজন লিখেছেন, “সংলাপহীন এই চলচ্চিত্র কথা বলেছে হৃদয়ের সবচেয়ে গভীর ভাষায়।”
এর আগে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে ঊষা চরিত্রে পারশার অভিনয় দর্শকদের ঘুম উড়িয়ে দিয়েছিল। এবার নির্বাক অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, শব্দহীনতাও হতে পারে সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তির মাধ্যম। ‘একগুচ্ছ কদম’ শুধু একটি শর্ট ফিল্ম নয়, এটি নাগরিক জীবনের একাকীত্ব ও মানবিক সংযোগের কবিতার মতো স্পর্শকাতর উপস্থাপনা।
মন্তব্য করুন