গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাব রুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, “চিনিকলটি যাদের হাতে দেওয়ার কথা ছিল, তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করছে। এস আলম গ্রুপ আজ পুরো বাংলাদেশকে গিলে খেয়েছে। ব্যাংক থেকে শুরু করে অর্থনীতিকে ফকির বানিয়ে দিয়েছে। এর মধ্য দিয়েই ফ্যাসিবাদের আসল চেহারা স্পষ্ট হয়ে উঠেছে।”
তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রক্ষমতা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, বিভাজন সৃষ্টি করে, গুম-খুনের রাজনীতি চালায় এবং জোর করে ক্ষমতায় টিকে থাকে। কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল একটাই—ক্ষমতা ব্যবহার করে লুটপাট করা ও দেশের সম্পদ বিদেশে পাচার করা।
সমাবেশে সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা (বাপন) এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সোহাগ হোসেন।
এ সময় বক্তব্য দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশ কৃষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দীন প্রমুখ।
মন্তব্য করুন