বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানো নিয়ে আলোচনা হলেও এর পেছনের কারণ সম্পর্কে অবগত নন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি শুনেছি, তবে প্রেক্ষাপট জানি না।”
তিনি আরও স্পষ্ট করেন, এই ঘটনা ভোটের সঙ্গে সম্পর্কিত নয়। নির্বাচন কমিশনকে ইতোমধ্যে জানানো হয়েছে, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
তিস্তা মহাপ্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সহায়তায় এই প্রকল্পের কাজ শুরু হবে। ১০ বছর মেয়াদী এ প্রকল্পের মূল লক্ষ্য হলো নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ।
এ ছাড়া সিলেটে পাথর লুটের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগসাজশ ছিল অথবা তারা নীরব থেকেছে। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
মন্তব্য করুন