বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ২ মামলায় রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিরও সদস্য।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান এই স্বেচ্ছাসেবকলীগের নেতা। আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার অভিযোগ রয়েছে।
আরপিএমপি কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যারচেষ্টা মামলার ৫ নম্বর আসামি। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেফতার করা হয়। আজকে তাকে আদালতে তোলা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানান তিনি।
মন্তব্য করুন