লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ একটি প্রাইভেটকার ও এক আসামীকে আটক করেছে ১৫ বিজিবি। আটককৃত আসামী মো. ইসমাইল হোসেন (৩৭), রংপুরের মিঠাপুকুর থানার মুরাড়িপুর গ্রামের বাসিন্দা। তিনি সাময়িক বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্য বলে জানা গেছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বিজিবি কুলাঘাট চেকপোস্টে অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সন্দেহভাজন একটি প্রাইভেটকার চেকপোস্টে প্রবেশ করলে থামানোর নির্দেশ দেওয়া হয়। চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গাড়িসহ তাকে আটক করা হয়। এসময় গাড়ি তল্লাশি করে ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— ভারতীয় গাঁজা ৪০ কেজি (বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা), প্রাইভেটকার (বাজারমূল্য ১৫ লাখ টাকা), দুটি মোবাইল ফোন (বাজারমূল্য ২২ হাজার টাকা) ও নগদ ১১ হাজার টাকা। সর্বমোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৬২ হাজার টাকা। আটক আসামী ও জব্দকৃত মালামাল লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।” তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।
মন্তব্য করুন