মঙ্গলবার দুপুর আড়াই টা দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলে তিন নিহত হয়।নিহতরা হলেন,ইসলামপুর মাদ্রাসা সুপার জাহিদুল ইসলাম (৫৫), চাপড়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে নুরুন্নবী মিয়া(৩০)ও শিবগঞ্জ উপজেলা দাড়িদহ গ্রামের পরাগ মিয়ার ছেলে শিশু রাফি ইসলাম (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রীর নিহত হয় এবং গুরুতর আহত হন অন্তত ৫ জন।পরে আহতদের চিকিৎসা জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিন জন মারা গেছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মন্তব্য করুন