কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস-২০২৫ পালন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা চক্কর মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানে আলোচনাসভা, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আবু হেনা মো. মহসীন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, যুব সমাজ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে যুবকদের ভূমিকা অপরিসীম। তাই যোগ্য যুবক-যুবতীদের সম্মাননা প্রদান ভবিষ্যতে তাদেরকে আরও অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন