মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার বিচার, ক্ষতিপূরণ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধের দাবিতে মঙ্গলবার (১২ আগস্ট) উত্তরা দিয়াবাড়ি গোলচত্বরে কাফন মিছিল ও মানববন্ধন করেছে। কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ফাতেমার মামা লিয়ন মীর অভিযোগ করেন, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকরা নানা ধরনের হুমকি দিচ্ছেন, যাতে এই ঘটনার প্রতিবাদে কোনো কর্মসূচি পালন না করা হয়। তিনি বলেন, শিক্ষকদের আচরণে আমরা ক্ষুব্ধ এবং আমরা চাই এই ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি হোক।
পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়, তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, মাইলস্টোনসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং ব্যবসা বন্ধ করা, সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং প্রতিটি আহত শিক্ষার্থীকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা দেওয়া। এছাড়া রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন বা রানওয়ের অবস্থান পরিবর্তন, কোচিং ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও বিচার, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরিবারের কাছে প্রদর্শন এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনবসতিহীন এলাকায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে নিহত রাইসা মনির মা মীম আক্তার বলেন, “আমার মেয়েটা তো আর ফিরে আসবে না। কিন্তু অন্তত যেন আর কোনো মা তার সন্তানকে এভাবে হারাতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে।”
আব্দুল মান্নান নামের আরেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা শুধু দুর্ঘটনা নয়, অবহেলার ফল। স্কুলের লোকজন আমাদের সঙ্গে এমন আচরণ করছে যেন আমরাই দোষী।”
পরিবারগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়, ৮ দফা দাবির বাস্তবায়নে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মন্তব্য করুন