RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১:২৪ অপরাহ্ন

রাজনৈতিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

রাজনৈতিক স্থিতিশীলতা ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু ক্ষেত্র সংস্কারের চেষ্টা করলেও, অল্প সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ড. হোসেন জিল্লুর রহমানের নতুন বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনায় ড. সালেহউদ্দিন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা মোকাবিলায় সরকারের কার্যক্রমে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার মতো শক্তিশালী প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি থাকা প্রয়োজন। তার মতে, শুধুমাত্র প্রশাসনিক বা অর্থনৈতিক সংস্কার যথেষ্ট নয়; রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার জরুরি। কারণ প্রধানমন্ত্রী, সংসদ সদস্যসহ অনেকের ক্ষমতায় কার্যকর জবাবদিহিতার ঘাটতি রয়েছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি দেখেছেন, বাংলাদেশের মতো একটি দেশ শাসন করা সহজ নয়। অনেক চেষ্টার পরও কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হয়নি। তবে তিনি বিশ্বাস করেন, বর্তমান সরকার কিছু ইতিবাচক দৃষ্টান্ত রেখে যেতে পারলে ভবিষ্যতের সরকার সেগুলো অনুসরণ করতে পারবে।
বাংলাদেশের ব্যাংকিং খাত প্রসঙ্গে কঠোর সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা তহবিলের প্রায় ৮০ শতাংশ অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি কোনো ব্যাংকে ২০ হাজার কোটি টাকা ঋণ প্রদানের হিসাব থাকে, তার মধ্যে ১৬ হাজার কোটি টাকাই মূলত লুট হয়ে গেছে।
তিনি জানান, দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই চাহিদার প্রাথমিক হিসাব ১৮ বিলিয়ন ডলার বলেছিল। অর্থনীতির এই নাজুক পরিস্থিতিকে ‘ধ্বংসের দ্বারপ্রান্ত’ বলে উল্লেখ করেন তিনি।
কর-জিডিপি অনুপাতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনো মাত্র ৭.৫ শতাংশ, যা অত্যন্ত কম। উন্নত দেশগুলোর মধ্যে নরওয়ে ও সুইডেনে এই হার অনেক বেশি, যা তাদের উন্নয়নের অন্যতম ভিত্তি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক মাহবুব উল্লাহ, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির, লেখক ও বিশ্লেষক অলতাফ পারভেজ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অধ্যাপক আবু আহমেদ, গবেষক খন্দকার সাখাওয়াত আলী, ভুঁইয়া আসাদুজ্জামান এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মজিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার

পাকিস্তান সিরিজে টিকিট বিক্রি থেকে কত টাকা পেল বিসিবি

সিজু হত্যার বিচারের দাবিতে সাঘাটায় মানববন্ধন 

পেছালো হরিপুর-চিলমারী তিস্তা সেতুর উদ্বোধন

ড্যাপ বাতিলসহ ৪ দফা দাবি স্থপতি ইনস্টিটিউটের

যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

রাজনৈতিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

দাবি না মানলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি পরিবহন মালিকদের

আইশা খানের ব্যস্ততম সময়: গত কয়েক মাসে ১০ নাটক ও ওয়েব সিরিজ

১০

ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা পিছিয়ে আগস্টের ২৮ তারিখ নির্ধারণ

১১

১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১২

আরসিটিভি’তে সংবাদ প্রকাশের পর জলাবদ্ধতায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত নেতা হারুন

১৩

জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে শপথ

১৪

‎কুড়িগ্রাম সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক না থাকায় রোগীর মৃত্যু

১৫

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে ১০০ বছরের বৃদ্ধার মৃত্যু , আহত ৩

১৬

আর্জেন্টিনার পর গ্রুপসেরা হয়ে সেমিতে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

১৭

কুড়িগ্রামে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়, সকালে গ্রেফতার আওয়ামী নেতা

১৮

আরসিটিভিতে সংবাদ প্রকাশের পর কৃত্রিম জলাবদ্ধতা নিরসন করলো উপজেলা প্রশাসন

১৯

সারাদেশের মতো লালমনিরহাটেও জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ

২০