নতুন প্রজন্মের ব্যস্ততম অভিনেত্রীদের একজন আইশা খান। সম্প্রতি তার কাজের গতিই বলে দিচ্ছে তিনি কতটা ব্যস্ত সময় পার করছেন। গত জুন-জুলাই মাসে তার অভিনীত ১০টি নাটক ও একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। তার এই কর্মব্যস্ত সময় নিয়ে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
গত কয়েক মাসে আইশা খানের অভিনীত যে নাটকগুলো দর্শকদের মন জয় করেছে সেগুলো হলো: ‘বাকরখানির প্রেমকথা’, ‘লাভ সিগন্যাল’, ‘অনামিকা’, ‘আবেগ’, ‘ধড়িবাজ’, ‘কে কখন কোথায়’, ‘লাভ বাইট’, ‘শেষ পাতার গল্প’, ‘লাভ ইন দ্য ইয়ার’ ও ‘মায়াফুল’। এসব নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, মুশফিক আর ফারহান, ইয়াশ রোহান ও পার্থ শেখের মতো জনপ্রিয় অভিনেতারা।
আইশা বলেন, ‘জোভান ভাই ও পার্থের সঙ্গে দুটি করে নাটকে অভিনয় করেছি। বাকিদের সঙ্গে একটি করে নাটক হয়েছে। ঈদের পরই এই নাটকগুলো মুক্তি পেয়েছে। এর আগেও ঈদে আমার বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘এই কয়েক মাস সত্যিই খুব ব্যস্ত কেটেছে। প্রতিটি নাটকের জন্য চার থেকে সাত দিন করে সময় দিয়েছি।’
নাটকগুলোর নির্মাতাদের ধন্যবাদ জানান আইশা। কারণ, তারা তাকে বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন। আইশার মতে, ‘আমি কোনো নির্দিষ্ট অভিনেতার সঙ্গে জুটি বাঁধিনি। ফলে সবার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আগামীতেও দর্শকরা আমাকে নতুন নতুন গল্প ও চরিত্রে দেখতে পাবেন।’
৩ জুলাই মুক্তি পেয়েছে আহমেদ জিহাদের থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’। বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে আইশা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছে।
আইশা বলেন, ‘গল্পটি একটি সিরিয়াল কিলারকে নিয়ে। শহরজুড়ে একের পর এক নারী হত্যার ঘটনা ঘটছে। কে এই খুনি—সেটাই গল্পের মূল বিষয়। সিরিজটি মুক্তির পর দর্শক ও সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ওটিটি প্ল্যাটফর্মে এখন কম কাজ করছি, তবে ‘কানাগলি’ আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট ছিল।’
গত বছর আইশা দুটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন। প্রসূণ রহমানের ‘শেকড়’ এর শুটিং ও সম্পাদনা শেষ হয়েছে। শীঘ্রই এটি মুক্তি পেতে পারে। অন্যদিকে, সোহেল আরমানের ‘সংবাদ’ এর প্রথম লটের শুটিং শেষ হলেও বাকি অংশের শুটিং এখনো অনিশ্চিত।
আইশা জানান, ‘প্রযোজক ও পরিচালকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কবে বাকি শুটিং শুরু হবে। এখন পর্যন্ত নতুন কোনো চলচ্চিত্রের প্রস্তাব নেয়া হয়নি। ভালো গল্প ও চরিত্র পেলে ভবিষ্যতে দেখা যাবে।’
একসময় বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে সক্রিয় ছিলেন আইশা। তবে ২০২১ সালের পর থেকে তিনি ইচ্ছাকৃতভাবে বিজ্ঞাপনের কাজ থেকে দূরে রয়েছেন। তার ভাষ্য, ‘এত বেশি বিজ্ঞাপন করেছি যে একসময় নিজেরই বিরক্ত লাগতে শুরু করেছিল। তাই দর্শকদের বিরক্ত হওয়ার আগেই আমি এই ক্ষেত্র থেকে বিরতি নিয়েছি। এখন শুধু নাটক ও ওটিটি প্রজেক্টে ফোকাস করছি।’
আইশা খানের এই কর্মব্যস্ততা ও নির্বাচিত কাজের ধরনই প্রমাণ করে, তিনি শুধু জনপ্রিয়ই নন, একজন সচেতন ও গুণগতমানের অভিনেত্রীও। আগামী দিনগুলোতেও দর্শকদের জন্য আরও ভালো কিছু করার প্রত্যাশা তার।
মন্তব্য করুন