জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে শপথ নিয়েছেন শতাধিক নারী-পুরুষ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী পর্বের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।
অনুষ্ঠানে জুলাই পুনর্জাগরণের তাৎপর্য এবং সমাজ গঠনে নাগরিকদের ভূমিকার ওপর আলোকপাত করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং জেলার পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন