RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

আর্জেন্টিনার পর গ্রুপসেরা হয়ে সেমিতে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

ছবিঃ সংগৃহীত

টানা তিন জয়ে আগেই মেয়েদের কোপা আমেরিকায় সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। গ্রুপপর্বের চতুর্থ ও শেষ ম্যাচে নেমে তারা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে। অবশ্য ম্যাচের মাত্র ২৪ মিনিটেই গোলরক্ষক লোরেনা ডি সিলভা লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছিল সেলেসাও মেয়েরা। তবে কলম্বিয়া সেই সুযোগটি নিতে পারল না। গোলশূন্য ড্রয়ে ব্রাজিলের পর তারাও সেমিফাইনালে উঠেছে।

কলম্বিয়ার দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ঠেকাতে এগিয়ে এসে বক্সের বাইরে বল ধরে ভুল করে বসেন সেলেসাও গোলরক্ষক। সহকারী রেফারি মারিয়ানা আকুইনোর সঙ্গে পরামর্শের পর রেফারি মিলাগ্রোস আরুয়েলা লোরেনাকে লাল কার্ড দেখান। এরপর ক্লদিয়া বদলি গোলরক্ষক হিসেবে নামলেও মাঠে ব্রাজিল বাকি সময় একজন কম নিয়েই খেলতে হয়।

যদিও প্রতিপক্ষের ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে ডেডলক ভাঙতে পারেনি কলম্বিয়া। ভ্যালেরিন লোবোয়া এবং মায়রা র‌্যামিরেজের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরে লোবোয়া জানান, ‘আজ অনেক কঠিন ম্যাচ ছিল, অনেক ক্লান্তিদায়কও। আমরা জিততে চেয়েছিলাম, তবে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।’ অন্যদিকে, একজন কম নিয়েও হার এড়ানোয় খুশি ব্রাজিলিয়ান তারকা গাবি পোর্তিলহো, ‘আমরা জানতাম কঠিন ম্যাচ অপেক্ষা করছে, তবে একজন কম নিয়ে খেলে এই ফলাফলে আমরা গর্বিত। এখন কিছুটা বিশ্রাম নিয়ে সেমিফাইনাল নিয়ে ভাবতে হবে।’

এই ম্যাচের আগেই অবশ্য ব্রাজিলের মেয়েরা কোপা আমেরিকার সেমিতে পা রেখেছিল। কিছুটা অনিশ্চয়তা ছিল কলম্বিয়ার। তবে সেলেসাওদের সঙ্গে ড্র করার পর ৪ ম্যাচে ২টি করে জয় ও ড্র নিয়ে তারা টেবিলের দুইয়ে জায়গা পেয়েছে। ‘বি’ গ্রুপের রানার্সআপ দলটির পয়েন্ট ৮। ব্রাজিল ৩ জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট পেয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন। অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচের সবকটিতে জিতে আর্জেন্টাইন মেয়েরা ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। ৭ পয়েন্ট নিয়ে ওই গ্রুপের রানার্সআপ উরুগুয়ে।

কোপার সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘বি’ গ্রুপের রানার্সআপ কলম্বিয়ার সঙ্গে খেলবে। আগামী মঙ্গলবার ভোর ৬টায় প্রথম সেমিতে মুখোমুখি হবে দুই দল। এ ছাড়া দ্বিতীয় সেমিতে লড়বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ‘এ’ গ্রুপের রানার্সআপ উরুগুয়ে। বুধবার ভোর ৬টায় তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরসিটিভি’তে সংবাদ প্রকাশের পর জলাবদ্ধতায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত নেতা হারুন

জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে শপথ

‎কুড়িগ্রাম সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক না থাকায় রোগীর মৃত্যু

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে ১০০ বছরের বৃদ্ধার মৃত্যু , আহত ৩

আর্জেন্টিনার পর গ্রুপসেরা হয়ে সেমিতে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

কুড়িগ্রামে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়, সকালে গ্রেফতার আওয়ামী নেতা

আরসিটিভিতে সংবাদ প্রকাশের পর কৃত্রিম জলাবদ্ধতা নিরসন করলো উপজেলা প্রশাসন

সারাদেশের মতো লালমনিরহাটেও জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় শোক প্রকাশ, রোববার-সোমবার বন্ধ

চ্যাটজিপিটির কাছে দিনে কত কোটি তথ্য জানানোর অনুরোধ আসে

১০

“পরিকল্পনা করেই সিনেমায় এসেছি,” সাবিলা নূর

১১

নিষিদ্ধ হলেন মেসি, শাস্তি পেলেন আলবাও

১২

বিমান দুর্ঘটনায় নিহত ও নিখোঁজের সংখ্যা প্রকাশ করল মাইলস্টোন কর্তৃপক্ষ

১৩

‘তখন বাইরে বের হতেই ইচ্ছা হতো না’, ক্যারিয়ারের অন্ধকার দিক নিয়ে অভিনেত্রী

১৪

আসাদুল্লাহকে সভাপতি ও তুষারকে সম্পাদক করে রংপুরে গণঅধিকার পরিষদের জেলা কমিটি গঠন

১৫

আন্তর্জাতিক ক্রিকেটে আন্দ্রে রাসেলের যুগের সমাপ্তি

১৬

বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে কুড়িগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত দুই

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না

১৯

হোয়াইটওয়াশের লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

২০