RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন

লিবিয়া থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন দুই হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী

ছবি : সংগৃহীত

লিবিয়ায় অবস্থানরত দুই হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন সম্পন্ন করেছেন। পর্যায়ক্রমে এসব অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

রবিবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

সম্প্রতি রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার মিসরাতা শহর সফর করেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানিতে অংশগ্রহণ করেন তারা। শতাধিক অভিবাসী এই শুনানিতে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা, মতামত ও সমস্যা তুলে ধরেন।

রাষ্ট্রদূত জানান, লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে এ সেবা চালু হবে। যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দূতাবাস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস নিয়মিতভাবে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেকোনো অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত প্রবাসীদের অবৈধ পথে বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দেন এবং রেমিট্যান্স বৈধ পথে পাঠানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, সরকারের প্রবাসী কল্যাণ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ভিসা ও আকামা-সংক্রান্ত সমস্যার সমাধানে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সময়মতো আকামা নবায়ন এবং স্থানীয় আইন-কানুন মেনে চলা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব।

তিনি আরও জানান, গত দেড় বছরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহায়তায় ৫ হাজার ৫০০-এর বেশি বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে নিবন্ধিত আরও দুই হাজারের বেশি অভিবাসীকে ধাপে ধাপে দেশে পাঠানো হবে।

মিসরাতা সফরের অংশ হিসেবে প্রাথমিকভাবে তালিকাভুক্ত ২১৮ জন অভিবাসীর IOM-এর নিবন্ধন কার্যক্রমে দূতাবাস সার্বিক সহযোগিতা করে। এছাড়াও, কনস্যুলার ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয় প্রবাসীদের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে সচিবালয় এলাকায় ৫০ জন আহত

শিক্ষার্থীদের বাধার মুখে আবার ফিরে গেলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের কবরস্থানের জায়গা ঠিক করে দিলেন প্রধান উপদেষ্টা

“দুর্নীতির জাল ছিন্ন করে টুকরো টুকরো করা হবে” – জামায়াত আমির

“সৎ শাসক ও কোরআনের শাসন চাই” – জামায়াত আমির

শোকের দিনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

আসলেই কি মেসির মায়ামিতে যাচ্ছেন ডি পল, নাকি কেবলই গুঞ্জন

প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান, সিদ্ধান্ত জানাল কমিশন

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার

১০

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় শোকাহত শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে রাস্তায় বিক্ষোভ

১১

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

১২

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের

১৩

বিমান বিধ্বস্তের ঘটনায় দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালন

১৪

বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত শনাক্ত হয়নি ৬ জনের মরদেহ

১৫

মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের অভিযোগ ভিত্তিহীন

১৬

আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক; জাতীয় পতাকা অর্ধনমিত

১৭

নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু : ডা. সায়েদুর

১৮

বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল

১৯

উত্তরায় বিমান বিধ্বস্ত : আহতদের বহনে মেট্রো রেলের বগি রিজার্ভ

২০