লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাইফুল ইসলাম (৩৮) নামে এক দপ্তরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা সিদ্দিকা জানান, সকালে স্কুলে এসে তিনি প্রথমে সাইফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সাইফুলের ভাই বকুল বলেন, “আমরা কিছুই জানতাম না। তার সঙ্গে কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছায়া বেগম জানান, “পরশুদিন তাকে হাসিখুশি দেখেছিলাম। পরদিন ফোন করেছিলাম, সে ধরেনি। এরপর আর কোনো কথা হয়নি। মাঝখানে স্কুলও বন্ধ ছিল। তার ১০ লাখ টাকার একটি ঋণ ছিল, তবে তা শোধ হয়ে গেছে। কেন এমন হলো, বুঝতে পারছি না।”
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী মিয়া জানান, “মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আমরা তার মরদেহ ফাঁস থেকে নামিয়েছি। জিহ্বায় কামড়ের চিহ্ন রয়েছে এবং সে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে জানা যাবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।”
মন্তব্য করুন