RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ মে ২০২৫, ১:০২ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্ত বিভাগ অনলাইন বদলির আবেদন শুরু

গ্রাফিক্সঃ আরসিটিভি

আজ থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ অনলাইন বদলি কার্যক্রম। যা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। যা পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে যাচাই ও অনুমোদনের মধ্য দিয়ে বদলি কার্যক্রম সম্পন্ন হবে।

বুধবার (০৭ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৬ মের একটি নির্দেশনার ভিত্তিতে বদলি কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলীর কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ মে থেকে ১০ মে পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। পরবর্তী ধাপে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভাগীয় উপপরিচালক পর্যায়ক্রমে যাচাই ও অন্যান্য কাজ সম্পন্ন করবেন।

এতে আরও বলা হয়, এই অনলাইন বদলি কার্যক্রমের পুরো প্রক্রিয়া ২৩ মের শেষ হবে। আর ২০ মে আবেদনগুলোর স্বয়ংক্রিয় মনোনয়ন সম্পন্ন হবে এবং ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এসব আবেদন যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির জন্য শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে নির্ধারণ করতে পারবেন। তবে কেউ চাইলে একটি বিদ্যালয়ও নির্বাচন করতে পারবেন। একবার বদলির আদেশ জারি হলে তা বাতিলের জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

এক্ষেত্রে, বদলি কার্যক্রমের যাচাই-বাছাই সম্পূর্ণরূপে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩’ অনুসরণ করে করতে হবে। আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে আবেদন ও কাগজপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষ করা আবেদন পরবর্তীতে আর পুনর্বিবেচনার সুযোগ থাকবে না।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ২১৬টি উপজেলা ও থানায় ইতোমধ্যেই ১০ শতাংশের বেশি শিক্ষক অন্যান্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন। তাই এসব উপজেলা বর্তমানে আন্তঃবিভাগ অনলাইন বদলির আওতাভুক্ত থাকবে না। তবে বাকি ২৭১টি উপজেলা ও থানায় এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা বদলির কাযকম শেষ হয়েছে। আন্তঃবিভাগ শেষ হলে মহানগর ও সিটি কপোরেশন শুরু হবে বলে জানিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে সৎ বাবার নৃশংসতা ৬ বছরের শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা

লালমনিরহাটে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্য মারধর, গ্রেপ্তার ১

তেঁতুলিয়ার ভজনপুর গোলাপদিগছে বাড়ির পাশে রাজিউর (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

নির্বাচনে ৪০ হাজার বডি ক্যামেরা ব্যবহার করবে পুলিশ

সাংবাদিক তুহিন হত্যায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার

যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু

দ্বিবার্ষিক সম্মেলন রাজশাহী মহানগর বিএনপির সংবাদ সম্মেলন

আগামীতে ক্ষমতায় যেয়ে যারাই ফ্যাসিস্ট ও স্বৈরাচারি আচরন করবে তাদের পরিনতিও শেখ হাসিনার মতই হবে; বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন

নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: সিইসি

‘সাইয়ারা’র ক্লাইম্যাক্স কি আসলেই চ্যাটজিপিটির লেখা?

১০

পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

১১

বিশ্ব পর্যটন দিবস এখন ‘খ’ শ্রেণিভুক্ত: উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

১২

“সুষ্ঠু নির্বাচনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য”: প্রধান উপদেষ্টা

১৩

শিক্ষা মন্ত্রণালয় মেহরিন চৌধুরী স্মৃতি পুরস্কার প্রবর্তন করবে

১৪

রাজধানীতে হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে ১৪ আগস্ট

১৫

কুড়িগ্রামের‎ নাগেশ্বরীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৬

এক উপজেলায় বিএনপির দুই অফিস, সাবেক এমপিকে শোকজ

১৭

তিস্তায় বন্যাকবলিতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

১৮

‘সাইয়ারা’ জাদু চলছেই, আয় ছাড়িয়েছে ৬০০ কোটি

১৯

ফের বেঙ্গল ক্রিকেটের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সৌরভ গাঙ্গুলি

২০