RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ মে ২০২৫, ১:০২ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্ত বিভাগ অনলাইন বদলির আবেদন শুরু

গ্রাফিক্সঃ আরসিটিভি

আজ থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ অনলাইন বদলি কার্যক্রম। যা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। যা পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে যাচাই ও অনুমোদনের মধ্য দিয়ে বদলি কার্যক্রম সম্পন্ন হবে।

বুধবার (০৭ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৬ মের একটি নির্দেশনার ভিত্তিতে বদলি কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলীর কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ মে থেকে ১০ মে পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। পরবর্তী ধাপে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভাগীয় উপপরিচালক পর্যায়ক্রমে যাচাই ও অন্যান্য কাজ সম্পন্ন করবেন।

এতে আরও বলা হয়, এই অনলাইন বদলি কার্যক্রমের পুরো প্রক্রিয়া ২৩ মের শেষ হবে। আর ২০ মে আবেদনগুলোর স্বয়ংক্রিয় মনোনয়ন সম্পন্ন হবে এবং ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এসব আবেদন যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির জন্য শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে নির্ধারণ করতে পারবেন। তবে কেউ চাইলে একটি বিদ্যালয়ও নির্বাচন করতে পারবেন। একবার বদলির আদেশ জারি হলে তা বাতিলের জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

এক্ষেত্রে, বদলি কার্যক্রমের যাচাই-বাছাই সম্পূর্ণরূপে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩’ অনুসরণ করে করতে হবে। আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে আবেদন ও কাগজপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষ করা আবেদন পরবর্তীতে আর পুনর্বিবেচনার সুযোগ থাকবে না।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ২১৬টি উপজেলা ও থানায় ইতোমধ্যেই ১০ শতাংশের বেশি শিক্ষক অন্যান্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন। তাই এসব উপজেলা বর্তমানে আন্তঃবিভাগ অনলাইন বদলির আওতাভুক্ত থাকবে না। তবে বাকি ২৭১টি উপজেলা ও থানায় এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা বদলির কাযকম শেষ হয়েছে। আন্তঃবিভাগ শেষ হলে মহানগর ও সিটি কপোরেশন শুরু হবে বলে জানিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্ত বিভাগ অনলাইন বদলির আবেদন শুরু

দুদকের অভিযান সাবেক সচিবদের নামে ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের তদন্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংস শত্রু নতজানু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ

পাকিস্তান দাবি করল: বিস্ফোরকবাহী ভারতীয় ড্রোন ভূপাতিত হয়েছে লাহোরে

ভারত-পাকিস্তানের বিমানযুদ্ধ ১২৫ যুদ্ধবিমান নিয়ে এক ঘণ্টাব্যাপী ডগফাইট

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশত্যাগ করলেন

পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি

১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম

১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

১০

নিবন্ধন পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

১১

মিয়ানমারে ফেরত যাচ্ছে সেনা ও বিজিপি সদস্যসহ ৪০ নাগরিক

১২

পাকিস্তানে নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী-শিশুরাও

১৩

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

১৪

ভারত-পাকিস্তান উত্তেজনায় ফ্লাইট চলাচল স্থগিত, কাতার এয়ারওয়েজসহ বহু এয়ারলাইন্স প্রভাবিত

১৫

পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক

১৬

পাকিস্তানের দাবি: ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত, যার মধ্যে ৩টি রাফাল জেট

১৭

খালেদা জিয়াকে নিয়ে সারজিস আলমের ফেসবুক  স্টাটাস

১৮

১০ দিনের ছুটি পাচ্ছেন ঈদুল আজহায়

১৯

গবেষণার চমকপ্রদ তথ্য: হার্ট বুড়ো হচ্ছে দ্রুত, সতর্ক হোন!

২০