স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মঙ্গলবার (২৯ এপ্রিল) একযোগে দেশের ৩৬টি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাস্তা ও ব্রিজ নির্মাণসহ বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর তদারকি, বাজেট বরাদ্দ এবং কাজের মান নিয়ে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এলজিইডির প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলা ও বিভাগীয় অফিসে দুদকের তদন্তকারী দলগুলো দলিলপত্র পরীক্ষা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, কিছু প্রকল্পে বাজেটের তুলনায় কম কাজ করা, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং প্রাপ্তি-বিলে কারচুপির মতো অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদকের এ অভিযানের মাধ্যমে এসব অনিয়মের তদন্ত ত্বরান্বিত করা হবে বলে আশা করা হচ্ছে।
গত কয়েক বছর ধরে এলজিইডির প্রকল্পগুলোতে দুর্নীতির অভিযোগ উঠলেও এবার ব্যাপক আকারে তদন্ত শুরু হলো। দুদকের এ পদক্ষেপে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন