RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ভারত-পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাহাড়ঘেরা উপত্যকা পাহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয়। অনেকে একে ‘মিনি সুইজারল্যান্ড’ বলে অভিহিত করেন। কিন্তু এই নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জায়গাটিই মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে রক্তাক্ত হয়ে ওঠে এক ভয়াবহ বন্দুক হামলায়। এতে অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক; তাদের মধ্যে অন্তত একজন বিদেশি নাগরিকও রয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালায় বলে জানা গেছে। এটি ২০১৯ সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদেই এ হামলা চালানো হয়েছে। তবে ভারতের পুলিশ বলছে, এ হামলার পেছনে রয়েছে ‘ভারতীয় শাসনবিরোধী সন্ত্রাসীরা’। সাবেক ভারতীয় সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা এই ঘটনার জন্য পাকিস্তান সেনাবাহিনীকেই দায়ী করেছেন এবং এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ৪০ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। তার জবাবে পাকিস্তানও পালটা হামলা করে, যাতে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং পাইলটকে আটক করে পরে মুক্তি দেওয়া হয়।

কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার যে দাবি করে আসছিল, পাহেলগামের এই হামলা সেটিকে বড় ধাক্কা দিয়েছে। ১৯৮৯ সাল থেকে ভারতবিরোধী সশস্ত্র বিদ্রোহে এই অঞ্চলে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৯ সালে ভারতের কেন্দ্র সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এর ফলে বহিরাগতদের জমি কেনা ও চাকরির সুযোগ সৃষ্টি হয়, বাড়ে পর্যটনও। তবে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের আরও অবনতি ঘটে।

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর কাশ্মীরকে ইসলামাবাদের ‘শিরা’র সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “আমরা কাশ্মীরের কথা ভুলে যাব না এবং কাশ্মীরি ভাইদের ন্যায্য সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেব না।”

ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলার সময় আন্তর্জাতিক নজর কাড়ার জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ এ সময় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে ছিলেন। এছাড়া হামলার আরেকটি উদ্দেশ্য ছিল কাশ্মীরের পর্যটন খাতকে আঘাত করা।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহের মধ্যেই সেখানে একটি বড় হিন্দু তীর্থযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের জুন মাসে হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি বাস পাহাড়ি গিরিখাতে পড়ে ৯ জন নিহত হন। সেই ঘটনাকেও ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করা হয় এবং সে সময় ভারত ব্যাপক নিরাপত্তা অভিযান চালায়।

এবারের ঘটনায় দেশজুড়ে জনমতের চাপ বাড়ছে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য। ফলে পরিস্থিতি আবারও ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে ‘বর্ডার ২’

মদ-কাণ্ডে অভিযুক্ত হয়ে নিজের ভুল স্বীকার করলেন ইংলিশ অধিনায়ক

‘ধুরন্ধর ২’-এ রণবীরের সঙ্গে যোগ দেবেন ভিকি কৌশল?

গাইবান্ধার ৫ আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ; আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশ

ডি সিলভাকে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

ইরানে চূড়ান্ত হামলা করতে চান ট্রাম্প, আসছে রণতরী

সেঞ্চুরি করেও শীর্ষস্থান হারালেন কোহলি

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

জাতীয় পে স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জয় ও পলকের বিচার শুরু

১০

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

১১

বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন

১২

পছন্দের প্রতীক পেলেন তাসনিম জারা

১৩

ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

১৪

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৫

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

১৬

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পাকিস্তান

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৮

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রংপুরের ৮ প্রার্থী

২০