RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ভারত-পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাহাড়ঘেরা উপত্যকা পাহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয়। অনেকে একে ‘মিনি সুইজারল্যান্ড’ বলে অভিহিত করেন। কিন্তু এই নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জায়গাটিই মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে রক্তাক্ত হয়ে ওঠে এক ভয়াবহ বন্দুক হামলায়। এতে অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক; তাদের মধ্যে অন্তত একজন বিদেশি নাগরিকও রয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালায় বলে জানা গেছে। এটি ২০১৯ সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদেই এ হামলা চালানো হয়েছে। তবে ভারতের পুলিশ বলছে, এ হামলার পেছনে রয়েছে ‘ভারতীয় শাসনবিরোধী সন্ত্রাসীরা’। সাবেক ভারতীয় সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা এই ঘটনার জন্য পাকিস্তান সেনাবাহিনীকেই দায়ী করেছেন এবং এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ৪০ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। তার জবাবে পাকিস্তানও পালটা হামলা করে, যাতে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং পাইলটকে আটক করে পরে মুক্তি দেওয়া হয়।

কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার যে দাবি করে আসছিল, পাহেলগামের এই হামলা সেটিকে বড় ধাক্কা দিয়েছে। ১৯৮৯ সাল থেকে ভারতবিরোধী সশস্ত্র বিদ্রোহে এই অঞ্চলে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৯ সালে ভারতের কেন্দ্র সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এর ফলে বহিরাগতদের জমি কেনা ও চাকরির সুযোগ সৃষ্টি হয়, বাড়ে পর্যটনও। তবে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের আরও অবনতি ঘটে।

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর কাশ্মীরকে ইসলামাবাদের ‘শিরা’র সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “আমরা কাশ্মীরের কথা ভুলে যাব না এবং কাশ্মীরি ভাইদের ন্যায্য সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেব না।”

ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলার সময় আন্তর্জাতিক নজর কাড়ার জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ এ সময় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে ছিলেন। এছাড়া হামলার আরেকটি উদ্দেশ্য ছিল কাশ্মীরের পর্যটন খাতকে আঘাত করা।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহের মধ্যেই সেখানে একটি বড় হিন্দু তীর্থযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের জুন মাসে হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি বাস পাহাড়ি গিরিখাতে পড়ে ৯ জন নিহত হন। সেই ঘটনাকেও ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করা হয় এবং সে সময় ভারত ব্যাপক নিরাপত্তা অভিযান চালায়।

এবারের ঘটনায় দেশজুড়ে জনমতের চাপ বাড়ছে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য। ফলে পরিস্থিতি আবারও ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ধর্ষণ বেড়েছে ৬৮.৪৫ শতাংশ

গাজায় বাড়ছে ক্ষুধা , তীব্র অপুষ্টিতে সোয়া ৩ লাখ শিশু

যেন বলিউড সিনেমা’— শাকিবের তুফান’র প্রশংসায় হিন্দিভাষীরা

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালুর উদ্যোগ

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞায় সরকারের আপত্তি, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

লিডসকে ৫ গোলে উড়িয়ে আর্সেনালের জয়

নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি

চোখ পিটপিট বেশি করে ছেলেরা নাকি মেয়েরা?

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন— নতুন রূপে অপু বিশ্বাস

১০

আর্জেন্টিনা দলকে আনতে বিশাল অঙ্ক খরচ করছে ভারত

১১

রোহিঙ্গা যুবকের পেটে মিলল ৪৭ প্যাকেট ইয়াবা

১২

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭

১৩

‎দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান

১৫

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

১৬

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

১৭

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

১৯

দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী- সাংবাদিক বিভুরঞ্জন সরকার

২০