বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে দাম।
মঙ্গলবার (তারিখ উল্লেখ করলে ভালো হয়) হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভাল মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, যা আগের দিন ছিল ৫৫ টাকা। মাঝারি মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৪০–৪৫ টাকায়।
তবে পেঁয়াজের দামে স্বস্তি ফিরলেও দেশি রসুনের দাম ক্রেতাদের জন্য রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
একাধিক ক্রেতা অভিযোগ করেছেন,
“পেঁয়াজের ভরা মৌসুমেও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে রেখেছিল। বাজার মনিটরিং আরও নিয়মিত হলে এমনটা হতো না।”
অন্যদিকে হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন,
“মোকামে প্রচুর পেঁয়াজ মজুত থাকায় দাম কমেছে। পাশাপাশি ক্রেতার সংখ্যা কম, তাই বিক্রিও কম। বস্তা প্রতি ২০০ টাকা পর্যন্ত কমেছে, সেই অনুযায়ী আমরাও কম দামে বিক্রি করছি।”
ভাল মানের পেঁয়াজ: ৫০ টাকা/কেজি
মাঝারি মানের পেঁয়াজ: ৪০–৪৫ টাকা/কেজি
দেশি রসুন: ১৩০–১৪০ টাকা/কেজি
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তদারকি আরও জোরালো হওয়া জরুরি—এমনই মত ব্যবসায়ী ও ভোক্তাদের।
মন্তব্য করুন