ত্বকের যত্নে সবচেয়ে সহজলভ্য ও কার্যকরী উপাদানগুলোর মধ্যে লেবু একদম উপরের দিকেই থাকবে। এতে থাকা ভিটামিন সি ত্বককে পরিষ্কার, উজ্জ্বল ও জীবন্ত রাখতে সাহায্য করে। ব্রণ, ফুস্কুড়ি, র্যাশ—এসব সমস্যায়ও লেবুর কার্যকারিতা অনন্য।
তবে শুধু রস মাখলেই হবে না, চাই সঠিক উপায়ে ব্যবহার। তাই আজ থাকছে লেবুর রস দিয়ে তৈরি তিনটি দারুণ ফেস মাস্কের রেসিপি, যা নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হবে আরও বেশি নরম, উজ্জ্বল ও দাগমুক্ত।
যা লাগবে:
১ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ থেঁতো টমেটো
যেভাবে ব্যবহার করবেন:
উভয় উপাদান ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এটি ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
যা লাগবে:
১ চা চামচ লেবুর রস
১ চা চামচ হলুদ
১ চা চামচ দুধ
ব্যবহার পদ্ধতি:
সব উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে মসৃণ এবং রং দেখাবে উজ্জ্বল।
উপকরণ:
১ চা চামচ দই
১ চা চামচ লেবুর রস
১ চা চামচ মধু
ব্যবহার:
উপাদানগুলো মিশিয়ে একটি ফেস মাস্ক তৈরি করুন। মুখে লাগিয়ে কমপক্ষে ১৫ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করবে, আর্দ্রতা বাড়াবে এবং বলিরেখা হ্রাসে সহায়তা করবে।
কমলালেবুর রস বা খোসাও ত্বকের যত্নে ব্যবহার করা যায় ফেসপ্যাক ও স্ক্রাব তৈরিতে। তবে যেকোনো সাইট্রিক অ্যাসিডযুক্ত উপাদান ত্বকে সরাসরি ব্যবহার না করাই ভালো। কারণ, অতিরিক্ত অ্যাসিডিক উপাদান ত্বকে জ্বালা বা এলার্জি তৈরি করতে পারে।
মন্তব্য করুন