ঢাকাই সিনেমার জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানি তাদের দাম্পত্য জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা ২ আগস্ট ১৯৯৫ সালে বিয়ে করেন, তবে তারও আগে ৪ মার্চ পারিবারিকভাবে গোপনে বিয়ে হয় তাদের।
সে সময় ঢাকার মহাখালী ডিওএইচএসে পাশাপাশি বাসায় থাকতেন তারা—সানি ৩১ নম্বর রোডে, আর মৌসুমী ৩২ নম্বর রোডে। প্রেমের গুঞ্জন দুই পরিবারই জানত, আর এই গুঞ্জনকে বাস্তবে পরিণত করতে এগিয়ে আসেন মৌসুমীর নানি ও ওমর সানির মা।
মৌসুমীর নানি তার মেয়েকে (অর্থাৎ মৌসুমীর মা) রাজি করিয়ে একদিন সরাসরি সানিদের বাসায় গিয়ে বলেন, ‘এক্ষুনি কাজি ডাকেন, আজই ওদের বিয়ে দেব।’
১৯৯৫ সালের ৪ মার্চ কাজি ডেকে তাদের বিয়ে সম্পন্ন হয়, যা প্রথমদিকে গোপন রাখা হয়। কারণ, দুজনেই নিয়মিত শুটিং চালিয়ে যেতে চেয়েছিলেন। পরে ২ আগস্ট ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়, যা তারা এখনো উদযাপন করেন।
গতকাল ৪ মার্চ সানির ফেসবুক পোস্টে তিনি লেখেন—
“কীভাবে কেটে গেল ৩০ বছর টের পেলাম না, আমার ভালো লাগাটা একই জায়গায় আছে।”
তিনি জানান, তার স্ত্রী মৌসুমী আমেরিকার টাইমে তাকে উইশ করায় তিনিও অপেক্ষা করেছেন। এই তারকা দম্পতির দুই সন্তান ফারদিন এহসান ও ফাইজা।