আরসিটিভি ডেস্ক 

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়ির চালক।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের মাঠে ওই মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। বৃহস্পতিবার বিকেলে নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠে উপজেলার বেলাট গ্রামের ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে যে কুপিয়ে ও শ্বাসরোধে ওই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলায় রশি বাঁধা ছিল। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ওমর শেখ তার নিজ বাড়ি থেকে নসিমন গাড়ি নিয়ে বের হন। আজ সকালে তার মরদেহ আমরা উদ্ধার করেছি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ক্রাইম সিন ইউনিটের কাজ শেষ হলে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না।
মন্তব্য করুন