বিনোদন ডেস্ক 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির ফার্স্ট লুক প্রকাশের পর থেকে সমালোচনা ঘনীভূত হতে শুরু করে। হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোমান্স, শুটিং সেটে পাকিস্তানের পতাকা, ছবির প্রচার অনুষ্ঠানে দক্ষিণী সিনেমাকে ব্যঙ্গ করে বিতর্কের মুখে পড়েন অভিনেতা। তবে ছবি মুক্তির ঘোষণার পর পরই হুমড়ি খেয়ে পড়েছেন রণবীর ভক্তরা।
আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। ‘ধুরন্ধর’-এর জন্য অগ্রিম বুকিং প্রথম কয়েক ঘন্টার মধ্যে ১ কোটি রুপি অতিক্রম করেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ১ কোটির বেশি আয় করেছিল। মঙ্গলবার বিকেলের পর্যন্ত আগের দিনের এক তৃতীয়াংশ আয় করতে পেরেছে। এখন পর্যন্ত আয় প্রায় ১.৪ কোটি রুপি। সপ্তাহান্তে ২ কোটির বেশি আয় করবে বলে আশা করছে সিনেমা সংশ্লিষ্টরা।
মুম্বাইয়ের বিকেসির আইনোক্স মাইসনে প্রিমিয়াম শোগুলোর টিকিটের মূল্য ১৬২০ রুপি হলেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যে শুক্রবারের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমনকি ভারতের গুরগাঁওয়ের মতো নন-মেট্রোসিটিগুলিতেও, অনেক প্রিমিয়াম টিকিটের দাম প্রায় ১৫০০ রুপির বেশি।
‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে ভারতীয় সুপার স্পাই এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবনের গল্প তুলে ধরবেন নির্মাতা আদিত্য ধর। এ সিনেমায় রণবীর-সারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর.মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল।
মন্তব্য করুন