পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার প্রকোপও দিন দিন বাড়ছে। ভোর থেকে দুপুর পর্যন্ত জেলাজুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে সড়ক–মাঠঘাট। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর ) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল একই সময়ে রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশা ও শীতের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। শ্রমজীবী মানুষ, স্কুল–কলেজগামী শিক্ষার্থী এবং ভোরবেলায় বের হওয়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠান্ডাজনিত রোগ—কাশি, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট—বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন পঞ্চগড়ে আরও ঘন কুয়াশা ও শীতপ্রবাহ অব্যাহত থাকতে পারে। নিচু তাপমাত্রা, শিশির এবং হিমেল বাতাস মিলে কুয়াশার বিস্তার বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, চলতি ডিসেম্বরের মাঝামাঝি পঞ্চগড়ের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন