গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশন।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে গোবিন্দগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ লাইফ ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ ভূমি কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল ইসলাম, অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অপরাজিতা ফাউন্ডেশন যে মানবিক কাজে এগিয়ে এসেছে, এটি সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সরকারি-বেসরকারি উদ্যোগে এমন সহায়তা কর্মসূচি অব্যাহত থাকলে কেউ শীতে কষ্টে থাকবে না।
বিশেষ অতিথি বুলবুল ইসলাম বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। অপরাজিতা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
এ সময় ফাউন্ডেশনের সদস্যরা ৫ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। দরিদ্র, অসহায় নারী, শিশু ও প্রবীণদের হাতে উষ্ণতার প্রতীক হিসেবে কম্বল তুলে দেন অতিথি ও সংগঠনের সদস্যরা।
অপরাজিতা ফাউন্ডেশনের সহযোগী দাউদ হাসান সুমন জানান, “আমরা চাই, প্রতিটি মানুষ শীতে যেন একটু উষ্ণতার পরশ পায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
শেষে উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণের আহবান জানান এবং আগামী দিনগুলোতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন
মন্তব্য করুন