RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

ফেলে দেওয়া কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে গরুর খাবার, মাসে মুনাফা ৪ লাখ টাকা

ছবিঃ আরসিটিভি

ফেলে দেওয়া কলাগাছ দিয়ে গরুর খাবার তৈরি করে এলাকার খামারিদের মাঝে সাড়া ফেলেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কানিচরিতাবাড়ি গ্রামের আইয়ুব আলী। মাসে ৪ লাখ টাকা মুনাফার স্বপ্ন দেখছেন এখন তিনি।

জানা যায়,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আহসান হাবীব এর আবিস্কার করা কলাগাছ দিয়ে গরুর খাদ্য তৈরির পদ্ধতি সম্পর্কে আইয়ুব আলীকে প্রথম জানায় স্থানীয় একটি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। তাদের থেকে এ ব্যাপারে জেনে আইয়ুব আলী চিন্তা করেন কম দামের কলাগাছ দিয়ে গরুর খাদ্য তৈরি করা গেলে তার অনেক মুনাফা হবে। তাই সে রাজি হয়ে যায় কলার গাছ দিয়ে এ গোখাদ্য তৈরির শুরু করতে।

এরপর এসকেএস-এর সহায়তায় গরুর খাবার তৈরির একটি মেশিন হাতে পায় আইয়ুব আলী। সেই মেশিন চালানো এবং সেই মেশিন ব্যবহার করে কলার গাছ দিয়ে খাবার তৈরির প্রশিক্ষণও নেয় সে। তারপর বাড়ি এসে শুরু করে কলারগাছ দিয়ে গরুর খাবার তৈরি।

এ খাবার তৈরির জন্য বিভিন্ন গ্রাম থেকে কলার গাছ সংগ্রহ করে আইয়ুব আলী। এরপর সেসব গাছ বাড়িতে এনে গাছগুলো খাবার তৈরির জন্য পরিস্কার করা হয়। এরপর সেই কলার গাছ বিশেষ এক মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কাটা হয়। এরপর কলার গাছের সেই কুচিগুলো পলিথিন সিটের উপরে করে শুকানো হয় রোদে। রোদে শুকিয়ে কলাগাছের কুচিগুলোর ওজন প্রায় অর্ধেক করা হয়। এরপর এই শুকনো কুচিগুলোর সাথে মেশানো হয় ভুষি। প্রতি ১৭ কেজি শুকনা কলাগাছের কুচির সাথে মেশানো হয় ২ কেজি ভুষি, ১ কেজি নালি ও ২০০ গ্রাম লবন। এরপর উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হয়। পরে মিশ্রণটি প্লাস্টিকের কনটেইনারে ভরে টেপ দিয়ে মুখ সিল করে এয়ার টাইট করা হয়। এর প্রায় ২সপ্তাহ পর মিশ্রনটি বের করে আবার শুকাতে হবে। মিশ্রণটি রোদে ভালোভাবে শুকানোর পর সরাসরিও গরুকে খাওয়ানো যায়, আবার ৬ থেকে ৭ মাস সংরক্ষণ করেও রাখা যায়। প্রতি ১০ কেজি খাবার তৈরি করতে আইয়ুব আলীর বর্তমানে খরচ হচ্ছে প্রায় ২০০টাকা। আর প্রতি কেজি ৩৫টাকা করে ১০ কেজি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। এভাবে প্রতি কেজিতে আইয়ুব আলী নীট মুনাফা করছে ১৫ টাকা।

আইয়ুব আলী বলেন, কলারগাছের সরবরাহ  ভাল থাকলে এই  মেশিন ব্যবহার করে মাসে তার নীট মুনাফা হবে প্রায় ৪ লাখ টাকা।এছাড়া  সরকারের কাছে একটি কাটা কলাগাছ শুকানোর মেশিন দাবি করেন  তাহলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বলে আশা করছেন তিনি।তবে শুরুতে হাসি- তামাশা করলেও বর্তমানে সবাই এখন খুশি।

এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রজেক্টের মাঠকর্মী, আনিছুল হক প্লাবন বলেন,আইয়ুব আলীর তৈরি এ নতুন ধরনের গোখাদ্য তার এলাকায় বেশ সাড়া জাগিয়েছে। প্রতিনিয়তই খামারিরা আসছে আইয়ুব আলীর এ গোখাদ্য দেখে তার গুণাগুণ যাচাই করতে।এছাড়া বন্যা প্লাবন তার গ্রাম হওয়ায় গো খাদ্যের সংকটও কাজ করবে এই খাবার তাই এলাকাবাসীও তার উপর অনেক খুশি।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.আব্দুল লতীফ বলেন,আর প্রাণীসম্পদ বিভাগ বলছে এ পদ্ধতিতে গরুর খাদ্য উৎপাদন করা হলে তাতে কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি গরুর খদ্য সংকটও কিছুটা দূর হবে। এ পদ্ধতিতে খাদ্য উৎপাদন সারা দেশে ছড়িয়ে দেবার পরামর্শ দেন এই কর্মকর্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ 

পঞ্চগড়ে আবারও দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

 কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মদ-ইয়াবা জব্দ 

জোহরান মামদানি জয়ের প্রতিক্রিয়ায় যা বললেন ট্রাম্প

খুব শীঘ্রই অবসরে যাচ্ছি: রোনালদো

রাজশাহীতে প্রেমিকাকে দেখতে গিয়ে যুবক খুন, হত্যার মূল আসামি গ্রেপ্তার

তিস্তা ব্যারেজ থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, শীতের হাওয়ায় পর্যটনের নতুন আমেজ

গোবিন্দগঞ্জে দারিদ্র মানুষের পাশে শীত বস্ত্র বিতরণ করেছেন অপরাজিতা ফাউন্ডেশন 

যৌন হয়রানির অভিযোগে বেরোবি সহকারী প্রক্টর ও এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন 

দেশের বাজারে স্বর্ণ ভরিতে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা বিক্রি হবে আজ

১০

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪, গুরুতর আহত অনেকে

১১

বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

১২

ফেলে দেওয়া কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে গরুর খাবার, মাসে মুনাফা ৪ লাখ টাকা

১৩

বজ্রপাতে খাগড়াছড়ির মহালছড়িতে ২৩ দোকান পুড়ে ছাই

১৪

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

১৫

বকেয়া পরিশোধ না হলে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি

১৬

টানা ১৬ ম্যাচ জয় পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন

১৭

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ

১৮

গাজীপুরে ৬টি ঝুটের গুদাম পুড়ে ছাই, তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

১৯

সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

২০