নীলফামারী প্রতিনিধি 

আমরা এখন স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের নির্বাচনের ট্রেন রান করা শুরু করেছে। এ নির্বাচন যেন যথা সময়ে হতে না পারে সেটাকে বানচাল করার জন্য এজন্য আবোল তাবোল অনেকগুলো প্রোগ্রাম সামনে নিয়ে আসা হয়েছে। আমরা কোন চক্রান্ত বরদাস্ত করবো না। আমরা ঘোষিত টাইমলাইনের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন চাই।
সোববার (২৭ অক্টোবর) দুপুরে নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির মহাসচিব ও নীলফামারী ০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, নির্বাচন নিয়ে কোন টালবাহানা গড়িমসি সহ্য করা হয় না। আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধ একটা চোখ ২০২৪ এর গণ অভ্যুত্থান আমাদের আরেকটা চোখ। আমরা কোন চোখকে অবহেলা করার রাজনীতি করি না। মহান মুক্তিযুদ্ধকে হাইলাইট করতে গিয়ে ২০২৪ এর গণঅভ্যুত্থান কে হাইট করা এই কুৎসিত রাজনীতিকে আমরা সমর্থন করি না। আবার ২০২৪ এর গণঅভ্যুত্থানকে হাইলাইট করতে গিয়ে ২০২৪ এর গণঅভ্যুত্থান কে হাইট করার এই কুৎসিত রাজনীতিও আমরা করি না।
তিনি বলেন, আমরা কথা বলি সংবিধান থাকুক, জুলাই জাতীয় সনদও থাকুক। জুলাই সনদে আমরা সাক্ষর করেছি। আগামীর বাংলাদেশ এই সাক্ষরিত জুলাই জাতীয় সনদ ২০২৫ এর আলোকে বিনির্মিত হবে। বাংলাদেশে আবারো যদি কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার দুঃস্বপ্ন দেখে তাদেরকেও ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করা হবে, কাউকে ছেড়ে কথা বলা হবেনা।
তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের রক্ত যেন বৃথা না যায়। যারা শাহাদাৎ বরণ করেছেন ফ্যাসিবাদী আমলে যারা গুমখুনের শিকার হয়েছেন আমরা কারো ত্যাগের সাথে অবিচার করতে চাইনা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে ওলায়ে ইসলাম বাংলাদেশ এর নীলফামারী জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর সহ স্থানীয় নেতৃবৃন্দ। কাউন্সিল অনুষ্ঠানে আলহাজ্ব মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পুকে সভাপতি ও মাওলানা জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যদের কমিটি ঘোষনা করেন দলটির নেতৃবৃন্দ।
মন্তব্য করুন