RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ৬:১০ অপরাহ্ন

রংপুরে ‘তিস্তার ডাক’ কর্মসূচি নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

ছবিঃ আরসিটিভি

নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরি অন্তর্বর্তী সরকারের আমলে নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর জিলা স্কুল মোড়ে ‘সর্বস্তরের ছাত্র জনতার’ ব্যানারে তিস্তার ডাক নামে এ কর্মসূচি থেকে মানুষের কণ্ঠে উচ্চারিত হয়- ‘আর সময় নয়, নভেম্বরের মধ্যেই শুরু হোক তিস্তা মহাপরিকল্পনার কাজ।’

এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অবস্থান কর্মসূচি থেকে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, মানুষের দীর্ঘদিনের আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো এ ইস্যুতে সরব হয়েছে এবং সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকেও তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা বলা হয়েছে। এগুলোকে আন্দোলনের ফসল মনে হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না।

তিনি আরও বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে কাজ শুরু করতে হলে প্রথমত প্রকল্প পরিচালক নিয়োগ, তিস্তা এলাকায় অফিস স্থাপন সরকারের পক্ষ থেকে ২ হাজার ৪১৫ কোটি টাকার একনেকে পাস করতে হবে। কিন্তু নির্বাচনকালীন সরকারের পক্ষে সে সময় কাজ শুরু করা সম্ভব হবে না বলে আমরা আশঙ্কা করছি। এজন্য নভেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে।

জামায়াতে ইসলামীর রংপুর জেলা কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী বলেন, রংপুরবাসীকে নিয়ে বারবার তামাশা করা হয়। আমরা আর টালবাহানা দেখতে চাই না। তিস্তাপারের মানুষ দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছে, অন্তর্বর্তী সরকারকে এই দাবি বাস্তবায়ন করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার। এরপরও রংপুরের মানুষের কেন আন্দোলন করতে হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এনসিপির জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির বলেন, পরিবেশ উপদেষ্টা গত ৫ ফেব্রুয়ারি কাউনিয়ার তিস্তা সেতুর কাছে সমাবেশ করে কথা দিয়েছেন। তিস্তাপারের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। তারা কথা দিয়েছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, তিস্তা মহাপরিকল্পনা বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহির ফয়সালের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির মহানগর কমিটির যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ, রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী মুদাব্বির মারুফ প্রমুখ।
কল্পনার কাজ শুরুর দাবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘তিস্তার ডাক’ কর্মসূচি নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

আগামী মাসে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

দীর্ঘদিন পর শুটিংয়ে বাপ্পারাজ, সঙ্গে আছেন দীঘি

বাবা হয়েছেন জেমস, জানালেন নতুন বিয়ের খবর

বক্স অফিসে ‘থাম্মা’ ঝড়, প্রথম দিনে কত আয় করল?

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া অলঙ্কারের মূল্য কত?

লালমনিরহাটে ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

যেসব লক্ষণে বুঝবেন মারাত্মক স্ট্রেসে ভুগছেন

গাজা দখল ইস্যুতে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

১০

পড়াশুনার ফাঁকে দিনমজুরী করে জিপিএ-৫  পেল মাদ্রাসা শিক্ষার্থী সালমান ফারসী বুলু

১১

১৪ মিনিটে ৪ গোল, ‘হারামবল ক্লাসিকো’য় আতলেতিকোকে উড়িয়ে দিল আর্সেনাল

১২

আজ ২২ অক্টোবর, দিনটি কেমন যাবে আপনার?

১৩

লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ.লীগ–জাপা থেকে গণপদত্যাগ ঘোষণা, এর মধ্যে ৪৪ জনই আ.লীগের

১৪

টানা ৫ হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

১৫

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু

১৬

আজ ২১ অক্টোবর, দিনটি কেমন যাবে আপনার?

১৭

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সেনা কর্মকর্তা পাঠাবে জার্মানি

১৮

‎যান্ত্রিক ত্রুটি; বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

১৯

বিমানবন্দরের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি

২০