রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দিকে জালিয়াতি এড়াতে দেওয়া ভোটারদের হাতে দেওয়া অমোচনীয় কালির দাগ উঠে যাচ্ছে ঘষা দিলেই। আজ বৃহস্পতিবার অন্তত দশটি কেন্দ্রে ঘুরে বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
সরেজমিনে দেখ যায়, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের নারী বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা ভোট প্রদান করতে কেন্দ্র যান। কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকের ক্যামেরার সামনে হাতে দেওয়া অমোচনীয় কালির দাগে ঘষা দেন তিনি। ঘষা দিতেই তার হাতের দাগ অস্পষ্ট হয়ে যায়। শুধু তার নয় এমন পরিস্থিতি দেখা গেছে ডিনস কমপ্লেক্স কেন্দ্র, শহিদুল্লাহ কেন্দ্র, চতুর্থ বিজ্ঞান ভবন কেন্দ্রসহ সকল কেন্দ্রে।
এ বিষয়ে সাইয়েদা হাফসা বলেন, ‘এটা তো মুছে যাওয়া উচিত হয়নি। আমরা দ্রুত বিষয়টির সমাধান চাই।’
তার মতো আরও অন্তত ১০ জনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, ‘আমরা ভোট দিয়েছি। কিন্ত কেন্দ্র থেকে বের হয়েই দেখি হাতের কলির দাগ উঠে যাচ্ছে। জালিয়াতি এড়াতে বিষয়টির দ্রুত সমাধান হওয়া উচিত।’
এ বিষয়ে জানতে চাইলে প্রধান রিটর্নিং কর্মকর্র্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘আমরা দেশের বাজারের সর্বোচ্চ দামের কালির কলম কিনেছি। এরপরেও যদি উঠে যায় তবুও সমস্যা হবে না। আমরা ভোট কেন্দ্রে ছবিযুক্ত ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করে ভোট নিচ্ছি। নারী শিক্ষার্থীদের যারা নেকাব ব্যবহার করেন তাদের জন্যেও আলাদা করে তাদের চেকিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আশা করছি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরী হবে না।’
উল্লেখ, এবারের রাকসুতে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার ভোট দেবেন। নির্বাচনে মোট ৮৬০ জন প্রার্থী রয়েছে। এ ছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি ৫ পদে মোট ৫৮ জন প্রার্থী লড়বে। আজ সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৪টা পর্যন্ত ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন