র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৩ অক্টোবর রাত ১০টা ২৫ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি দল কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের জেলপাড়া গ্রামে কেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে কেবিনের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কালীগঞ্জ উপজেলার হরবানী নগর এলাকার শ্রী সুজন চন্দ্র (৩৯) এবং সেবক দাস এলাকার মো. লিটন মিয়া (৩৭)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “বাংলাদেশ আমার অহংকার” — এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশজুড়ে সর্বগ্রাসী মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
জব্দকৃত গাঁজা ও ট্রাকসহ গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
মন্তব্য করুন