RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি!

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নিজেদের প্রধান তারকা লিওনেল মেসিকে খেলাননি কোচ লিওনেল স্কালোনি। অবশ্য ম্যাচের আগেই তিনি সেই ইঙ্গিত দিয়েছিলেন। জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জিতেছিল আলবিলেস্তেরা। আগামীকাল (বুধবার) তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। এই ম্যাচ দিয়ে মেসির একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

টানা খেলার ধকল থেকে মুক্তি পেতে বিশ্রাম দরকার ছিল ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকার। আবার মেজর লিগ সকারে (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে ফ্লোরিডার ক্লাবটির। ফলে মেসিকে তাদের ম্যাচগুলোয় খেলানো গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের ২৪ ঘণ্টার ব্যবধানেই এমএলএসে খেলতে নামে মায়ামি। জাতীয় দলের ম্যাচে না খেলায় একই শহরে অবস্থান করা মেসির পরদিন মায়ামির হয়ে নামতে অসুবিধা হয়নি। জোড়া গোলে তিনি তিনি দলকে জিতিয়েছেনও।

মায়ামির চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির খেলার বেশ সম্ভাবনা আছে। তাকে অনুশীলনে তো দেখা গেছে–ই, আর্জেন্টাইন কোচ স্কালোনিও খেলার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, ‘শনিবার (মায়ামির হয়ে) আমি মেসিকে খেলতে দেখেছি। সে ভালোভাবেই সেটি শেষ করেছে। এরপর যদিও আমাদের এখনও কথা হয়নি। আসন্ন ম্যাচের আগে আমাদের শেষ অনুশীলন আছে। সেখানে কথা বলব তার সঙ্গে, খেলার মতো পরিস্থিতিতে থাকলে সে খেলবে।’

এমএলএসে মায়ামির খেলা শেষে রোববারই আর্জেন্টিনার স্কোয়াডে ফেরেন মেসি। এরপর এক বিবৃতিতে তারা জানায়, ‘আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিতে মেসির প্রত্যাবর্তন দারুণ প্রত্যাশার জন্ম দেওয়ার পাশাপাশি পরিবেশও বদলে দিয়েছে। (পুয়ের্তো রিকোর বিপক্ষে) আসন্ন ম্যাচ আমাদের আসন্ন প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে কাজ করবে এবং এখান থেকে দল সম্পর্কেও ধারণা পাবেন টেকনিক্যাল স্টাফরা।’

১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনা ১-০ গোলে জয় পায়। যদিও ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ ও নিকো পাজরা। কিছু সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ, আবার বেশ কয়েকটি দারুণ সেইভে আর্জেন্টিনার হতাশা বাড়িয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক। পুয়ের্তো রিকোর বিপক্ষে মেসি ফেরা ছাড়াও শুরুর একাদশে আরও পরিবর্তন দেখা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ.লীগ–জাপা থেকে গণপদত্যাগ ঘোষণা, এর মধ্যে ৪৪ জনই আ.লীগের

টানা ৫ হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু

আজ ২১ অক্টোবর, দিনটি কেমন যাবে আপনার?

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সেনা কর্মকর্তা পাঠাবে জার্মানি

‎যান্ত্রিক ত্রুটি; বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

বিমানবন্দরের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি

এমবাপ্পের গোলে বার্সাকে পেছনে ফেলল রিয়াল

গাজায় বিমান হামলায় এক দিনে নিহত ৪৫, ফের যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

আর্জেন্টিনাকে কাঁদিয়ে মরক্কোর ইতিহাস

১০

তিন অগ্নিকাণ্ডের পর প্রশ্ন— দুর্ঘটনা নাকি নাশকতা?

১১

আজ থেকে আমরন অনশনে যাচ্ছেন শিক্ষকরা

১২

শ্যামাপূজা ও দীপাবলি আজ

১৩

আজ ২০ অক্টোবর, দিনটি কেমন যাবে আপনার?

১৪

চিকেন পুরি তৈরির রেসিপি জেনে নিন

১৫

মহানবী (সা.) যে জায়গায় ঈদ ও বৃষ্টির নামাজ পড়েছিলেন

১৬

দুধ দিয়ে গোসল কেন এটা কি কোনো রীতি?

১৭

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ‘পরিকল্পিত’

১৮

‎যে কমিশন মার্কা দিতে ভয় পায়, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- সার্জিস আলম।

১৯

দুধ দিয়ে গোসল করলে শরীরের কি কোনো উপকার হয়?

২০