শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে এবং শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে লালমনিরহাটে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে লালমনিরহাট মিশন মোড়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুদান চন্দ্র এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, সরকার নির্ধারিত মাত্র ৫০০ টাকার বাড়িভাড়া বর্তমান বাজার মূল্যে একেবারেই বাস্তবসম্মত নয়। তারা দ্রুত প্রতিশ্রুত বাড়িভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের ওপর পুলিশের হামলা দুঃখজনক ও নিন্দনীয়। তারা হামলাকারীদের শাস্তিরও দাবি জানান।
মন্তব্য করুন