“আমরা মানবতার পক্ষে” স্লোগানকে ধারণ করে দৈনিক যুগের আলো পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগের আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শামসুল হক, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান আহমেদ, হাতিবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগের আলোর হাতিবান্ধা প্রতিনিধি কাজী আলতাফ হোসেন, ৭১ টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি সামিউল ইসলাম পাটোয়ারী মিলন এবং এশিয়ান টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়ন দুলাল।
এছাড়া লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা সভাপতি রহিম উদ্দিন ভরসার প্রশংসা করেন, তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং যুগের আলো পত্রিকার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মন্তব্য করুন