দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গুচ্ছগ্রাম সংলগ্ন আদিবাসী পাড়ার খেলার মাঠ দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পাল্টাপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে উপজেলা চত্বরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচী প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়ার স্টার কাবের সাধারণ সম্পাদক রুবেল বাস্কি, উপজেলার সাবেক আদিবাসী চেয়ারম্যান বাজুন বেসরা, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি জসেফ হেমরম।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠে এ এলাকার ছেলে মেয়েরা খেলাধুলা করে আসছে। হঠাৎ করে জনৈক নুরুন্নবী নামে এক ব্যক্তির নেতৃত্বে মাঠটি জোড়পুর্বক দখল করে নেওয়া হয়। এলাকার ছেলে মেয়েরা সেখানে খেলতে গেলে তাদের নানা প্রকারের হুমকি প্রদান করা হয়। আমরা দ্রুত সময়ে মাঠটি দখল মুক্ত চাই এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মনজুরুল ইসলাম মনজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আমিরুল বাহার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার এবং উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ আদিবাসী নারী-পুরুষদের আশ্বস্ত করে বলেন, “খেলার মাঠ একটি জনস্বার্থমূলক স্থান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে পারে না। স্থানীয় জনগণের স্বার্থ রায় প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে এবং খেলার মাঠ উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন