কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা পেতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা ব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকায় নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার প্রায় ৫০টি পরিবারের সদস্যসহ শত শত নারী-পুরুষ অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে তারা নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকে। বক্তারা বলেন, গত দেড় মাসে অন্তত অর্ধশতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়েছে। শত শত একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে প্রতিদিন। এভাবে চলতে থাকলে পুরো চরগোরকমন্ডল এলাকা ধ্বংস হয়ে যাবে। তাই অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
ভাঙনে ক্ষতিগ্রস্তরা জানান, নদীর পাড় ভাঙতে শুরু করলে রাতারাতি ঘরবাড়ি, ফসলি জমি, এমনকি গাছপালা পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন ঠেকাতে স্থানীয়রা নানা উদ্যোগ নিলেও তা কোনভাবেই কার্যকর হচ্ছে না। ফলে তাদের দুশ্চিন্তা ও ভোগান্তি দিন দিন বাড়ছেই।
এ প্রসঙ্গে জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, চরগোরকমন্ডল এলাকায় ভাঙন রোধে ৬ হাজার জিও ব্যাগ ফেলার একটি প্যাকেজ বরাদ্দ দেওয়া হয়েছে, যা এখন শেষ পর্যায়ে রয়েছে। আরও একটি নতুন প্যাকেজ বরাদ্দের আশ্বাসও দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রম সম্পন্ন হলে ভাঙন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।
মন্তব্য করুন