
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে বিশেষ অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোররাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এই অভিযান চালায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন কুটি এলাকায় বিশেষ টহল অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ২৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।”
তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
বিজিবি জানিয়েছে, মাদক সংশ্লিষ্টদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।