গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নৃশংসভাবে হত্যার চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে দায়ের করা হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার ও সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলা প্রেস ক্লাব ও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সবসময় সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু সত্য প্রকাশ করায় বারবার নানা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হয়রানি, হত্যা ও মিথ্যা মামলার ঘটনা বেড়েই চলেছে, যা উদ্বেগজনক। তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সাংবাদিক সৌরভের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে একটি হত্যা মামলায় মিথ্যা ও হয়রানিমূলকভাবে জড়ানো হয়েছে। অথচ ঘটনার সময় তারা ওই এলাকায় সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। মামলা থেকে নাম প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও পুলিশ কর্ণপাত করেনি। বক্তারা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সব মহলের কাছে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।
সতর্ক করে তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলা অব্যাহত থাকলে সারাদেশের সাংবাদিকরা দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ও বাংলাভিশন ও ইনকিলাব প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলী, মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।
এসময় উপস্থিত ছিলেন একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওয়াহেদুজ্জামান তুহিন, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল ইসলাম সহ আরও অনেকই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন