RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ অগাস্ট ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

“তোরা মার ওগো” বৃদ্ধার আহ্বানে শিক্ষার্থীদের হাতে ইট

ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই মাসে ফরিদপুর রূপ নেয় প্রতিবাদের নগরীতে। সরকারি চাকরিতে কোটাব্যবস্থার বৈষম্যের বিরুদ্ধে গর্জে ওঠে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। এই আন্দোলনে নারীরা শুধু অংশই নেননি, নেতৃত্ব দিয়েছেন, রক্ত দিয়েছেন, হয়ে উঠেছেন প্রতিরোধের প্রতীক।

১০ জুলাই ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বের হওয়া মিছিল শহরের সুপার মার্কেটের সামনে চার রাস্তার মোড় অবরোধ করে। সেদিন পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। বরং কোতোয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান গরমে ক্লান্ত শিক্ষার্থীদের সেভেন আপ পান করান। কিন্তু ২৬ দিন পর, ৫ আগস্ট, এই ওসির থানার সামনেই পুলিশের গুলিতে প্রাণ হারান সামসু মোল্লা (৫৯)—ফরিদপুরের কোটা আন্দোলনের একমাত্র শহীদ।

ছাত্রলীগের হামলা, পুলিশের নীরবতা
১৬ জুলাই সকালে ব্রাহ্মসমাজ সড়কে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগের ৫০-৫৫ জন সদস্য। মুখে কালো কাপড়, হাতে লাঠি-সোঁটা নিয়ে হামলায় নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস। মাত্র ৫০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা ওসি হাসানুজ্জামান ও তার সহকর্মীরা হামলা থামাতে কোনো ব্যবস্থা নেননি। ছয় শিক্ষার্থী গুরুতর আহত হন।

নারীরা রুখে দাঁড়ায়
১৮ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের হামলায় আহত হন বহু নারী। এক গর্ভবতী নারীকে পেটানোর ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়। কিন্তু এরপরই নারীরা সিদ্ধান্ত নেন—”এবার রক্তের বদলা নিতে হবে সাহসে।”

৩১ জুলাই: সাদা পোশাকে বিপ্লব
গোয়ালচামট এলাকায় স্কুল-কলেজের ছাত্রীরা সাদা ইউনিফর্ম ও ড্রেস পরে জড়ো হন। হাতে পোস্টারে লেখা—“রক্তের দাগ শুকায় নাই”“জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাগুন, আমরা কিন্তু দ্বিগুণ হব”। তাদের মিছিলে অংশ নেন স্থানীয়রাও। এক পর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নেয় এই নারী বাহিনী।

৩ আগস্ট: রক্তঝরা প্রতিরোধ
ফরিদপুর মেডিকেল কলেজ থেকে বের হওয়া মিছিলে পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তখন ৭০ বছরের এক বৃদ্ধা এগিয়ে এসে বলেন, “তোরা মার ওগো! আমি মরি সমস্যা নাই।” তিনি শিক্ষার্থীদের হাতে ইট তুলে দেন। সংঘর্ষে ছাত্রলীগ-যুবলীগের নেতারা পালিয়ে যান। পুলিশ লাইনস স্কুলের এক ছাত্রীর রক্তাক্ত মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আটকের রাত, জেগে ওঠার সকাল
৩ আগস্ট রাতে শতাধিক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। কিন্তু পরদিন সকালেই গোয়ালচামটে আবার জড়ো হন নারীরা। তাদের স্লোগান—“ভয়ের ভিত গুঁড়িয়ে দেব”“রক্ত দিয়ে হোক নতুন সকাল”। ওই দিনই জনতা পুড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগ কার্যালয়, পুলিশ বক্স ও ছাত্রলীগ অফিস। এক ছাত্রলীগ নেতা গুলি চালালেও আন্দোলন থামেনি।

এক নেত্রীর কথা
রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কাজী জেবা তাহসিন বলেন, “জুলাই আমাকে শিখিয়েছে—ভয় পেলে চলবে না। ১৮ জুলাই ডিসি অফিসের সামনে পুলিশের লাঠিচার্জ দেখেছি, গর্ভবতী এক বোনের গর্ভপাতের খবর শুনেছি। হুমকি পেয়েও থামিনি। ৩ আগস্ট টিয়ারগ্যাসের ধোঁয়ায় চোখে কিছু দেখতে পাইনি, কিন্তু শুনেছি অজ্ঞান হয়ে পড়ার শব্দ। আজও সেই অপরাধীদের বিচার হয়নি। কিন্তু আমি জানি, একদিন না একদিন জেগে উঠবে মানুষ।”*

ফরিদপুরের জুলাই আন্দোলন শুধু একটি প্রতিবাদ নয়, তা হয়ে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে নারীর নেতৃত্বে গড়ে ওঠা এক গণজাগরণ। যেখানে বৃদ্ধার ইট আর তরুণীর রক্তাক্ত মুখ হয়ে উঠেছিল পরিবর্তনের প্রতীক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে শিশুর খেলা নিয়ে মারপিট, আহত নারী-বৃদ্ধসহ ৪ জন

তিস্তার পানি কমলেও হাজারো পরিবার পানিবন্দি, প্লাবিত অঞ্চলে চরম দুর্ভোগ!

এমিলিয়ানোর স্থায়ী ম্যান ইউনাইটেড যাত্রায় বাধা কী?

“তোরা মার ওগো” বৃদ্ধার আহ্বানে শিক্ষার্থীদের হাতে ইট

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হলেন জুলাই আন্দোলনে পঙ্গু হওয়া ইমরান

ডোমারে আওয়ামীলীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পায়নি বিএনপি : সালাহউদ্দিন

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত: ৫ আগস্ট সবপক্ষের উপস্থিতিতে পাঠ করবেন প্রধান উপদেষ্টা

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হলো ২৩১ মেট্রিক টন আলু

কুড়িগ্রামে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের হানা, ইউপি সদস্যসহ ১৪ জন আটক

১০

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

১১

রংপুরের ৯ জন সাহসী সাংবাদিক পেলেন ‘সাহসী সাংবাদিক সম্মাননা’

১২

বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা

১৩

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

১৪

দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ, হাসনাত ও সারজিস

১৫

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

১৬

আওয়ামী দোসরদের নিয়ে কমিটি গঠনের প্রতিবাদে লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

১৭

তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, বন্যার শঙ্কা

১৮

রাবিতে শিক্ষক নিয়োগ: জামায়াতপন্থী সাবেক এমপির সুপারিশে সমালোচনার ঝড়

১৯

শহীদ মিনারে আজ এনসিপির সমাবেশ, ‘বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত

২০